কিছুদিন আগে আমার অফিসে একজন লোক আসল।দেখে মনে হলো প্যারালাইসিস রোগি।ভাল করে হাটতে পারছেনা,আমি দেখে সালাম দিয়ে গ্লাসের দরজা টেনে ধরলাম।লোকটি ভেতরে আসল।ভাল করে কথা বলতে পারছে না।খুব আস্তে আমার নাম জিঙাস করল।আমি উত্তর দিলাম।তারপর উনাকে দেখে মনে হল দারিয়ে থাকতে পারছেনা পরে যাবে,এই ভবে একটি টুল এগিয়ে দিলাম বসতে।উনি বসে পরল।
আমি আমার কাজে কম্পিউটারে ব্যাস্ত।উনি আমাকে অনেক কিছু জিঙাসা করছে কিন্তু আমি কথা বলার সময় পাচ্ছিনা।কথা বলতে বলতে আমাকে বলল "বাবা দেশের বাইরে লোক নিচ্ছে যাবা?অল্প খরচ পরবে।আমি কথাটি শুনে উনার দিকে একটু মনোযোগ দিলাম যে কি বলে শুনি?আমি বললা আংকেল কোন দেশে?উনি বলল "কাতার "
খরচ?
৩ থেকে সারে ৪।
এত কমে কি যাওয়া সম্ভব?
হম সম্ভব আমার সাথে ওই দেশে এক মন্ত্রির সাথে পরিচয় আছে তাই।
কি পোস্ট?
সিকিউরিটি।
স্যালারি?
নতুন অবস্হায়২০-২৫ ৩মাস পর বারবে।এসব কথা আমাকে বলতে লাগলো।আমি উনার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতেছি দেখি কি বলে উনি।
একটু পরে আবার বলতেছে
"সামনে কুরবানি ঈদে ফ্লাইট হবে।যাওয়ার আগে আ্যডভান্স ১লাখ দিতে হবে,আর বাকিটা যাওয়ার সময়।আর যদি কোনো ক্রমে যাওয়া না হয় আমাকে টাকা ফেরত নিতে ১ মাস সময় দিতে হবে।" কথা তেমন বলতে পারছেনা থুদুবুদু করে আমাকে বোঝাল।আমি উনার কথাগুলোর মাঝে সন্দেহ পেলাম যে নিশ্চয় বাটপারির ধান্দা।আমি আমার কাজ বাদ দিয়ে উনার দিকে আরো মনোযোগি হলাম।আমি বললাম
আপনি এতো অল্প টাকায় কিভাবে লোক পাঠাতে পারেন?উনি আমকে উত্তর দিল ওই দেশের মন্ত্রীর সাথে আমার পরিচয় আছে।এই কথা শুনে আমি পুরোপুরি বুঝে নিলাম বাটপারি ছারা আর কিছুই নয়।এবার আমি চুপ করে আমার কাজে খেয়াল দিলাম।উনি কিছুক্ষন বসে থেকে উঠে দারাল।তার পর আমাকে বলল
বাবা তুমি না যেতে পারলে তোমার পরিচয়ের কারো সাথে কথা বলো।তোমার নাম্বারটি দাও।আমি আর কিছু না ভেবে নাম্বারটি দিলাম।উনি আমার কাছ থেকে মোবাইলে নাম্বার সেইভ করে নিল।উনি আরো কিছুক্ষন আমার টেবিলের সামনে দারিয়ে থাকলো।তার পর আমাকে বলল
"বাবা একটা কথা বলব মনে কিছু নিওনা।আমি বললাম আচ্ছা বলেন।
বলতেছে "দেখো বাবা আমি বাসায় যাব,আমার কাছে রিক্সা ভাড়ার টাকা নেই ৩০ টা টাকা দাও" এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কথা শুনে।ভাবলাম মন্ত্রীর সাথে পরিচয় আছে অথচ পকেটে নাকি রিক্সা ভাড়ার টাকা নেই। আমার কাছে চাচ্ছে ।আজব মানুশ,দেখতে ভদ্রঘরের মানুষ মনে হয় বড় লোক।হাটতে পারেনা ভাল করে কথাও ঠিকমতো বলতে পারে না।বয়োস অনেক হয়েছে অথচ বাটপারি ছারেনি হায় রে মানুষ!
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
জীবন অচল কিন্তু বাটপারিতে সচল কিছু মানুষ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)