সোমবার, ১০ আগস্ট, ২০১৫

আমার সোনার ময়না পাখি

ভাল লাগার সেই মুহুর্ত http://jontirkanda.blogspot.com/2015/08/blog-post_9.html

ভাল লাগার সেই মুহুর্ত

থুতনিটা ভর করে
গালে হাত রাখা,
চাঁদে ভরা মুখ তার
কত ছবি আঁকা।
পরনেতে ছোট প্যান্ট
গা যে তার খালি,
এতটুকু মেয়ে তবু
দেখতে ফুলের কলি।
ভাবনার গভিরে
একলা বসে আছে,
মনে হল জীবনে তার
কষ্ট বয়ে গেছে।
দেখিনিতো কোনো দিন
এমন একটি মেয়ে,
এক পলক দৃষ্টিতে
আনমনে চেয়ে।
দেখে তারে এই মোনে
কি যে হয়ে গেল,
সেই মেয়ে প্রান জুরে
জায়গা করে নিল।

                           মিনার