শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

ধানমন্ডি সঙ্করে বাড়ি ভারা না দেয়ায় নবজাতক শিশু সহ মাকে বাড়ি থকে বের করে রাস্তায় নামিয়ে দিল।

গতকাল ৩ তারিখ সন্ধার দিকে আমি আমাদের অফিসের টাকা ব্যাঙ্কে জমা দিয়ে আসতেছি।জায়গাটি হচ্ছে ধানমন্ডি সঙ্কর পশ্চিম দিকে একটি ছোট গলি।আমি আমার মতো হেটে আসতেছি।এমন সময় দেখলাম রাস্তার ধারে একটি মহিলা কোলে নবজাতক শিশু নিয়ে দারিয়ে আছে।সেখানে কিছু মহিলা ভীর জমিয়ে আছে।আমি দেখে দারালাম একটু।সেই কোলে বাচ্চা মহিলাটি বলতেছে " ১৩ শত টাকা এই মাসের ভারা দিতা হারিনি হের লাইগা বাড়ি ওয়ালা বাড়িতথন  রাস্তায় নাইম্মা দিছে।আমি ওহন কি করুম এই ছোড পোলারে নিয়া।কেমনে কামাই করুম এই বাচ্চাডারে নিয়া।"
দেখে মনে হল বাচ্চাটি ২দিন কিংবা ৩দিন হয় জন্ম নিয়েছে।আর নিষ্ঠুর বাড়িওয়ালা এই নবজাতক বাচ্চা সহ রাস্তায় বের করে দিয়েছে।মহিলাটি নিরুপায় হয়ে কাঁদছে আর বলছে" আমি এহন কই যামু এই পোলারে নিয়া।
এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।আর মনে পরল আমার মায়ের কথা ।ভাবলাম মাগো আমিও একদিন এমন ছোট ছিলাম তোমার কোলে কত আদরে বড় হয়েছি।আর এই ছোট্ট শিশু সবেমাত্র জন্ম নিয়েছে তার কতোনা কষ্ট হচ্ছে।
শরিরের প্রতিটা লোম দারিয়ে গেল হায়রে ঢাকা শহরের মানুষ এতটা নিষ্টুর।সামান্য কয়টা টাকার জন্য একটা নবজাতক শিশু সহ মাকে রাস্তায় নামিয়ে দিল।আমার প্রশ্ন এরা মানুষ না পশুর চেয়েও নিক্রিষ্ট???