আজ বিকাল ৩ টার সময় রৌমারী থানা মোড়ের পশ্চিম পাশে ৮ থেকে ১০ টি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। খবর সুত্রে জানা যায় সেখানে পেট্রল,কেরসিনের দোকান ছিল। সেই পেট্রলের দোকানের পাশে ছোট খাট একটি রুমে কিছু বখাটে লোকজনের আড্ডা হত।তার প্রতিনিয়ত ধুমপান এবং জুয়ার আড্ডায় মতে থাকত। সেই ধুমপানের আগুনের অসতর্কতার সুত্র থেকেই পেট্রলের দোকানে আগুন ধরে যায়।আর সেখান থেকেই আগুনের উৎপত্তি ঘটেছে বলে জানা যায়। সেখানে একটি ফলের দোকান,একটি হোটেল এবং পেট্রলের দোকান সহ আরো অন্যাঅন্ন্য দোকান পুড়ে যায়।
এভাবে প্রতি বছরেই কোননা কোনভাবে রৌমারীতে অগ্নিকাণ্ড ঘটে থাকে।রৌমারি বাজারে পাশে ডি সি রাস্তার ধারে একটি ফায়ার সার্ভিসের স্হান নির্ধারন করা হয়েছে।কিন্ত ফায়ার সর্ভিসের কাজ দ্রুত এগোচ্ছেনা বলে জানা যায়।আমি মনে করি আমাদের রৌমারী বাজারের বখাটে ছেলেদের ধুমপান অসতর্কতার কারনে এ ঘটনা ঘটেছে।
আর করতৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং জোড়ালো আবেদন জানাচ্ছি "রৌমারীতে ফায়ার সার্ভিস স্টেশনটি খুব দ্রুত চালু করা হক।" আর আগুণ থেকে সবাইকে সবসময় সতর্ক থাকতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন