রবিবার, ২ আগস্ট, ২০১৫

বন্ধু কবিতা মিনার

বন্ধু http://jontirkanda.blogspot.com/2015/08/blog-post.html

মিনার এর বন্ধু কবিতা

বন্ধু http://jontirkanda.blogspot.com/2015/08/blog-post.html

বন্ধু

                     মিনার

বন্ধু একটি ছোট্ট শব্দ
ছোট্ট একটি লেখা,
বন্ধুর মনের ভালবাসা
যায়না কভু আঁকা।
আছে একরাশ ভালবাসা
বন্ধু জনের মাঝে,
বন্ধু হল জীবন সাথী
হারালে তারে খোজে।
বন্ধু চিনে বন্ধুর হাতে
হাতটি তুমি রেখ,
বিপদে যদি পড়ে বন্ধু
এগিয়ে এসে দেখ।
দুধের মাছির মতন তুমি
বন্ধু হয়ো না,
বন্ধুর জীবন নষ্ট করে
চলে যেওনা।
বন্ধুর মতন বন্ধু আছে
সবাই বন্ধু নয়,
দুষ্টো বন্ধু সঙ্গি হলে
জীবন হবে ক্ষয়।
বন্ধুর সুখে বন্ধু সুখি
বন্ধুর দুঃখে বন্ধু দুঃখি
খাঁটি বন্ধু হলে,
বিপদে-আপদে থাকবে পাশে
সকল সময় মিলেমিশে
একেই বন্ধু বলে।
বন্ধু নিয়ে ঘুরব কত
মোনের মাঝে আশা,
দুঃখ,কষ্ট-আনন্দ আর,হাঁসিতে
বন্ধুর ভালবাসা।

           ( সমাপ্ত )  
                                         ধন্যবাদ