বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

দিলে দয়া থাকলে মায়া জন্মে

আজ অফিসে যাওয়ার পথে ধানমন্ডি শঙ্কর বাসস্টানডে নেমে রাস্তা পার হচ্ছি।এমন সময় সুন্দর একটি দৃশ্য দেখে মোনটা ভরে গল।মনে হল এমন মানুষ পৃিথিবীতে  কজনই বা আছে। দেখলাম একটি রিকসাতে একটি মেয়ে বসে আছে।সেখানে একটি ভিক্ষুক দারানো।লোকটা মুরুব্বি বয়সের হবে।মুরব্বি লোকটা রিকসার সাথে মেয়েটির কাছে দারানো।মুরুব্বি ভিক্ষুকটি মেয়েটির কাছে কষ্টের কথা প্রকাশ করছে।আর ময়েটি খুব মোনযোগে উনার কথাগুলো শুনছে আর নিজের বাবার মত মাথায় হাত বুলিয়ে আদর করে সান্তনা দিচ্ছে।এই দৃশ্য দেখে চমকে গেলাম ভাবলা হায়রে মনের মাঝে কতো দয়া তার।লোকটার প্রতি এত মায়া করছে।যা সেই ভিক্ষুকের ছেলে মেয়েও মনে হয় এমন মায়া করেনা।যার জন্য রাস্তায় উনাকে ভিক্ষা করতে হয়।যার পেটে জন্ম নিল,যার জন্য পৃথিবীর আলো দেখতে পেল।আর সেই মানুষ যদি ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামে।তাহলে তারা কেমন সন্তান?
আমরা ভিক্ষুককে দেখলে সামন থেকে তারিয়ে দেই আসলে এটা ঠিক নয়।উনারা মনে কষ্ট পায়।সেই মেয়েটির মতো এমন মানুষ পৃথিবীতে কজনই বা আছে।আমরা সবাই যেন ভিক্ষকের সাথে ভাল আচরন করি এবং তাদেরকে যতটুকো পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।