সোনার ময়না পাখি আমার
সোনার মতন মুখ,
ফুল ফোটে তায় মুখের হাঁসি
দেখতে লাগে সুখ।
চুলগুলো তার মেঘ কালো
কাজল দুটি চোখ,
ভালবাসার মানুষ আমার
ভাবছি বড় হোক।
বলব তারে ভালবাসি
বুঝবে কি এই কথা,
শুনে যদি না বলে দেয়
পাইব অনেক ব্যাথা।
যতন করে পুষি তারে
আগলে বুকে রাখি,
বহুদিনের সাধনা সে
সোনার ময়না পাখি।
মিনার