শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

আমার সোনার ময়না পাখি

সোনার ময়না পাখি আমার
সোনার মতন মুখ,
ফুল ফোটে তায় মুখের হাঁসি
দেখতে লাগে সুখ।
চুলগুলো তার মেঘ কালো
কাজল দুটি চোখ,
ভালবাসার মানুষ আমার
ভাবছি বড় হোক।
বলব তারে ভালবাসি
বুঝবে কি এই কথা,
শুনে যদি না বলে দেয়
পাইব অনেক ব্যাথা।
যতন করে পুষি তারে
আগলে বুকে রাখি,
বহুদিনের সাধনা সে
সোনার ময়না পাখি।
                      
                               মিনার

সোমবার, ১০ আগস্ট, ২০১৫

আমার সোনার ময়না পাখি

ভাল লাগার সেই মুহুর্ত http://jontirkanda.blogspot.com/2015/08/blog-post_9.html

ভাল লাগার সেই মুহুর্ত

থুতনিটা ভর করে
গালে হাত রাখা,
চাঁদে ভরা মুখ তার
কত ছবি আঁকা।
পরনেতে ছোট প্যান্ট
গা যে তার খালি,
এতটুকু মেয়ে তবু
দেখতে ফুলের কলি।
ভাবনার গভিরে
একলা বসে আছে,
মনে হল জীবনে তার
কষ্ট বয়ে গেছে।
দেখিনিতো কোনো দিন
এমন একটি মেয়ে,
এক পলক দৃষ্টিতে
আনমনে চেয়ে।
দেখে তারে এই মোনে
কি যে হয়ে গেল,
সেই মেয়ে প্রান জুরে
জায়গা করে নিল।

                           মিনার

শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

রাষ্ট্র ,ধর্ম ভেদাভেদ নয়,সবচেয়ে বড় মানুষ মানুষের,যার অর্থ মানব প্রেম।

জীবনে অনেক সিনেমা দেখেছি।মরামারি,ধুমধাম,ঝাকানাকা,প্রেম,ভালবাসা আরও কত কি।এসব সিনেমা সমাজের, দেশের মানুষের উন্নতি তো দূৃরের কথা,ধংশের দিকে ধাবিত হচ্ছে।তবে আজ মনে হয় এমন একটি সিনেমা দেখলাম।যা  দেখলে ধর্ম ভেদাভেদ,রাষ্ট্র ভেদাভেদ ভূলে মানুষ মানুষের সেবার প্রেমে বন্ধন হয়ে থাকবে সারাটি জীবন।আশা করি চলচিত্র অঙ্গন যেন এমন কিছু সিনেমা সবার মাঝে উপহাড় দিতে পারে।যা সৃষ্টি করবে মানব সেবা প্রেমের বন্ধন।

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

নব নির্বাচিত চেয়ারম্যান ৩নং বন্দবের

আজ কুড়িগ্রাম, রৌমারী উপজেলার ৩নং বন্দবের ইউনিয়নে কবির হোসেন  বিপুল ভোটে চেয়ারম্যান পদে নব নির্বাচিত হয়েছে।আমরা তার সাফল্য কামনা করি।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

ইউনিয়ন নির্বাচন (জন্তিরকান্দা)

ইউনিয়ন নির্বাচন। আমাদের ৩ নং বন্দবের ইউনিয়নে নির্বাচন হবে।তবে এই নির্বাচন কি সুষ্ট নির্বাচন হবে?সরকার কি পারবে দুর্নীতি মুক্ত নির্বাচন করতে?শুনলাম গ্রামের এক ছোট ভাইয়ের কাছ থেকে,নির্বাচনের আগেই নাকি দুর্নীতি চলছে।

রবিবার, ২ আগস্ট, ২০১৫

বন্ধু কবিতা মিনার

বন্ধু http://jontirkanda.blogspot.com/2015/08/blog-post.html

মিনার এর বন্ধু কবিতা

বন্ধু http://jontirkanda.blogspot.com/2015/08/blog-post.html

বন্ধু

                     মিনার

বন্ধু একটি ছোট্ট শব্দ
ছোট্ট একটি লেখা,
বন্ধুর মনের ভালবাসা
যায়না কভু আঁকা।
আছে একরাশ ভালবাসা
বন্ধু জনের মাঝে,
বন্ধু হল জীবন সাথী
হারালে তারে খোজে।
বন্ধু চিনে বন্ধুর হাতে
হাতটি তুমি রেখ,
বিপদে যদি পড়ে বন্ধু
এগিয়ে এসে দেখ।
দুধের মাছির মতন তুমি
বন্ধু হয়ো না,
বন্ধুর জীবন নষ্ট করে
চলে যেওনা।
বন্ধুর মতন বন্ধু আছে
সবাই বন্ধু নয়,
দুষ্টো বন্ধু সঙ্গি হলে
জীবন হবে ক্ষয়।
বন্ধুর সুখে বন্ধু সুখি
বন্ধুর দুঃখে বন্ধু দুঃখি
খাঁটি বন্ধু হলে,
বিপদে-আপদে থাকবে পাশে
সকল সময় মিলেমিশে
একেই বন্ধু বলে।
বন্ধু নিয়ে ঘুরব কত
মোনের মাঝে আশা,
দুঃখ,কষ্ট-আনন্দ আর,হাঁসিতে
বন্ধুর ভালবাসা।

           ( সমাপ্ত )  
                                         ধন্যবাদ

শনিবার, ১ আগস্ট, ২০১৫

আমার কবিতা রাজনীতি

রাজনীতি http://jontirkanda.blogspot.com/2015/07/blog-post_30.html

জন্তিরকান্দা কবিতা

আমাদের গ্রাম http://jontirkanda.blogspot.com/2015/07/blog-post.html

কষ্ট দাও কেন তুমি?

কষ্ট দাও কেন তুমি
আমার এই মোনে,
কত ভাল বাসি তোমায়
এই মোন জানে।
অভিমান কর তুমি
কথা বল নাক,
কলিজাটা ফেটে যায়
বুক চিরে দেখ।
বার বার তোমারি কাছে
কেন ছুটে আসি?
দেখিতে যে তোমার ওই
সুন্দর মুখের হাঁসি।
কেন তুমি বোঝ নাক
এত ভালবাসি,
এক পৃথিবীর ভালবাসা
তার চেয়েও বেশি।

                            মিনার