রাজনীতি তো নীতির রাজা
রাজনীতি তো নয়,
রাজনীতিটা করতে গিয়ে
পেট নীতিতে রয়।
পেটের দায়ে ঘুরছে কতক
করছে কত ফন্দি,
সুযোগ বুঝে ঘাপলা মেরে
করবে কারে বন্দী।
এই ভাবেতে রাজনীতিটার
নীতি যাচ্ছে ক্ষয়ে,
রাজনীতির নেতা জ্বিরা
শোষন করে নিয়ে।
মিনার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন