শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

রাষ্ট্র ,ধর্ম ভেদাভেদ নয়,সবচেয়ে বড় মানুষ মানুষের,যার অর্থ মানব প্রেম।

জীবনে অনেক সিনেমা দেখেছি।মরামারি,ধুমধাম,ঝাকানাকা,প্রেম,ভালবাসা আরও কত কি।এসব সিনেমা সমাজের, দেশের মানুষের উন্নতি তো দূৃরের কথা,ধংশের দিকে ধাবিত হচ্ছে।তবে আজ মনে হয় এমন একটি সিনেমা দেখলাম।যা  দেখলে ধর্ম ভেদাভেদ,রাষ্ট্র ভেদাভেদ ভূলে মানুষ মানুষের সেবার প্রেমে বন্ধন হয়ে থাকবে সারাটি জীবন।আশা করি চলচিত্র অঙ্গন যেন এমন কিছু সিনেমা সবার মাঝে উপহাড় দিতে পারে।যা সৃষ্টি করবে মানব সেবা প্রেমের বন্ধন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন