গতকাল আমার অফিসে দেখলাম।একজন কাস্টমার কিছু কেনাকাটা করছে।উনার কেনাকাটা সম্ভবত শেষ।দেখলাম লোকটি মনে হয় বড় লোক অনেক কেনাকাটা করেছে।আমি বিল করার জন্য কম্পিউটারে দাড়িয়ে আছি।
উনি মিষ্টির ফ্রীজ থেকে কিছু মালাই নাট নামে কাপ কিনল।কিনে উনি একটি মালাই নাট কাপ খুলে খাচ্ছে আর বলল বাকিগুলো প্যাকে দেন।
মালাই নাট উনি অর্ধেক এর বেশি খেয়ে ফেলেছে।উনার সাথে একটা কাজের মেয়ে এসেছে।মেয়েটি সাবালিকা হবে।লোকটি সেই অর্ধেক খাওয়া তাও আবার চামুচ ছাড়া মুখ লাগিয়ে খেয়েছে,অর্ধেক খাওয়া মালাই নাট টি মেয়েটিকে দিয়ে বলল দেখতো কেমন লাগে?মেয়েটি সেটি নিতে ইতস্ত করছে।অর্ধেক খাওয়া মুখ লাগানো খাবার তাকে দিচ্ছে।মেয়েটি ধমকের ভয়ে সেটি হাতে নিল।সেখানে আরো কিছু লোক উপস্তিত ছিল।মেয়েটি লজ্বা পেয়ে আঢ়ালে গিয়ে বাকিটুকু খেল।কি করবে তার মালিকের হুকুম মানতে হবে।
এই দৃশ্য দেখে আমার খুব খারাপ লাগল হায় রে গরীব বলে কোন দাম নেই মেয়েটির।কাজের মেয়ে বলে তাকে মুখ লাগানো খাবার খেতে হবে এ কেমন বিবেক তার?উনি তো ইচ্ছা করলে ভাল একটা খেতে দিতে পারত।কি এমন উনার কত টাকা ব্যায় হত।বড় লোকের মোন এত ছোট হতে পারে?বড় লোকের মোন কি আসলেই ছোট হয়?
ঘটনাটি আমার বাস্তব অভিঙ্গতা ধানমন্ডি পশ্চিম শঙ্কর আমার অফিসে।এ রকম কতনা কাজের মেয়েকে এই ঢাকার নিষ্ঠুর বড় লোকের বাড়িতে অবহেলায় দিন কাটাতে হয়।আমার অনুরোধ সরকার কেন এই অবহেলিত ঘর কাজের মানুষ গুলির প্রতি একটু তাকায় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন