বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিশেষ করে উত্তরাঞ্চল আমাদের কুড়িগ্রামের রৌমারীর মানুষ পানিতে ভাসছে।বেশ কদিন ধরে ফেইসবুক, পত্র পত্রিকায়, খবরে দেখছি।কিন্তু আমাদের বান ভাসি মানুষের কাছে সরকার কেন এগিয়ে আসছেনা?বাংলাদেশ সরকার কি শুধু ঢাকা কেই ডিজিটাল করা নিয়েই ব্যাস্ত?ঢাকা ডিজিটাল হলেই কি বাংলাদেশ ডিজিটাল?আর গ্রাম অঞ্চল কি আ্যানালগ থাকলে চলবে?প্রতি বছরেই কুড়িগ্রাম,রৌমারীর মানুষ পানি বন্দি হয়ে কতো কষ্টে দিন কাটেচ্ছে।আর সরকারের সেদিকে চোখে দেখছেনা। আমরা কি বাংলাদেশের মানুষ না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন